শীত পড়ে গেছে।আর শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজী কেবীনে বেড়েই চলেছে খরিদদার দের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা : দিন এবং রাত আপনি এখানে খেতে গেলে জায়গা পাবেন না কোনসময়ই বছরের পর বছর ধরে এক ভীড় এই দোকানে।শীতের সকালে এবং বিকেলে গরম চা সত্যি কারেই মানুষের দৃষ্টি আকর্ষন করে চলেছে।এত সুন্দর চা পাব না কোথাও,এটাই ধরে এগিয়ে যান চা পিপাশু মানুষেরা। শিলিগুড়ির এই বিধান মার্কেটের এই বিখ্যাত চায়ের দোকানে আপনি যদি যান চেয়ার খালি থাকে না কোনসময়। বর্তমান মালিক প্রনব বাগচি জানান “আমার বাবার আদর্শ নিয়ে চলি।বাবা ঠিক যেভাবে চাইতেন আমি চেষ্টা করে চলেছি। আমার দোকানে সকাল থেকে সন্ধ্যায় মানুষের ভীড় লেগেই থাকে।আসেন বহিরাগত মানুষেরাও। এর থেকেই বোঝা যায় কিরকম জনপ্রিয় এই নেতাজী কেবীন।এই দোকানে যারা কাজ করেন তারা এই দোকান ছেড়ে যাবার কথা ভাবতেই চান না।কারন তাদের মালিক তাদের সেই কথা ভাবতেই দেন না।তাই তো শ্যামল এবং দীনবন্ধুরা এখানেই তাদের সবকিছু মেনে নিয়েছেন।এখানে পাওয়া যায় টোষ্ট,ওমলেট এবং চা।এছারাও ডিমের হাফ বয়েল এবং ফুল বয়েল পাওয়া যায়।আর এখানে সবকিছুর জনপ্রিয়তা অনেক বলে জানালেন মালিক প্রনব বাগচি।তিনি আরো জানালেন আমার আসল অনুপ্রেরনা আমার বাবা মন্টু বাগচি।তার আদর্শে বিশ্বাস করি আমি।আর আপাতত সেইভাবেই এগিয়ে চলতে চাই বলে জানালেন তিনি।তাই তো শ্যামল,দীনবন্ধু এবং জোতিষের সাথে নিজেকে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে চান প্রনব বাগচী।আর এগিয়ে যেতে চায় তার নেতাজী কেবিন।যার স্থান ভারতের চায়ের দোকানের মধ্যে অন্যতম সেরা।যেখানে সকাল সন্ধ্যায় চায়ের গন্ধে মানুষ ছুটে চলে আসে এক কাপ চায়ের সন্ধ্যানে।