|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যে ফিরছে শীত, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু, মাঘ মাস পড়ার আগেই তো শীত ফুসমন্তর। উত্তুরে হাওয়ার জায়গায় যেন দখিনা বাতাস। শীতেই যেন বসন্ত এসে গেছে। পৌষের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তবে, আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। মকর সংক্রান্তির আগে রাজ্যে ফের ফিরছে শীত। রাজ্যে ফিরছে শীত, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে।