শীতের ঝড়ো ব্যাটিং শুরু, পানাগড়ে ৮.২ ডিগ্রী, দার্জিলিংয়ে ৬.৫ ডিগ্রি

নিজস্ব সংবাদদাতা :তাপমাত্রার পারদ ক্রমশাই নিম্নমুখী হতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন রেকর্ড করা হয়েছে ১৪.৫। শুধু কলকাতা নয় পার্শ্ববর্তী জেলাগুলিতে ও তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হচ্ছে ।

    বর্ধমানের পানাগড়ে এদিন তাপমাত্রা এক ধাক্কায় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা আছে ৮.২, আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। অপরদিকে শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ রেকর্ড করা হয়েছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫। মালদা ,দক্ষিণ দিনাজপুর, হাওড়া, পুরুলিয়া সহ একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে।