|
---|
উজির আলী, চাঁচলঃ০৩ আগষ্ট
ঈদুজ্জোহা উপলক্ষ্যে দুস্থ বিধবাদের মাঝে ত্রান প্রদান করলেন মালদহের মালতিপুর বিধানসভার খানপুর আজাদ উন্নয়ন সমিতি। সোমবার একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে শিবির করে ৭০০ জনকে পাঁচ কিলোগ্রাম চাল, এক কিলোগ্রাম করে চিনি,আটা,সরষে তেল, সুজি ও একটি চা পাতার প্যাকেট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক আব্দুর রশিদ।
যুক্তরাজ্যের বলটুন জাকারিয়া জামে মসজিদের ফাউন্ডেশনের ত্রান তহবিল থেকে আজাদ সমিতির সভাপতি তথা বলিউডের পরিচালক ডাঃ ইকবাল দূরাবানি অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন এখানে। এবং ঈদুজ্জোহা উপলক্ষ্যে ত্রান প্রদান করা হয়েছে বলে খবর।
এছাড়াও লকডাউন শূরু থেকে আজাদ সমিতির তরফে হাজারো দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিলি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। বিকল্প নেই উৎসবেও।