মানুষের পাশে মানুষের সাথে” বললেন কুলতলি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গনেশ চন্দ্র মণ্ডল

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা:যুক্ত ফন্টের পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনে কুলতলিতে বারেবারে নির্বাচিত হয়েছেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি, তাদের শক্ত ঘাঁটি এই কুলতলি । বিধানসভা ভোট এলেই পশ্চিমবঙ্গের অধিকাংশ বিধানসভার মানুষ জন বলাবলি করতে থাকেন কুলতলিতে আবার এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির বিধায়ক হবে । কিন্তু গত দুই বার সি পি আই এমের বিধায়ক হয়েছেন রামশঙ্কর হালদার । আর তিনি ও এ বছরেও প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন । তবে 2021বিধানসভায় তৃণমূল কংগ্রেস- গনেশ চন্দ্র মণ্ডল কে প্রার্থী করায় তাদের কর্মী সমর্থকরা মাঠে ময়দানে নেমে পড়েছেন । তাদের ভাষায় আমরা প্রথম কুলতলিতে মমতা ব্যানার্জির ঘাসের উপর জোড়া ফুল ফোটাবো । অধিকাংশ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় , বিভিন্ন সময়ে জনসংযোগে দেখা মিলছে ।

     

    এই বিধানসভায় এস ইউ সি আই কমিউনিস্ট দলের প্রবোধ পুরকাইত ও জয়কৃষ্ণ হালদার কয়েক বার বিজয়ী হয়েছেন । জয়কৃষ্ণ হালদার এবারে ও ভোটে দাড়িয়েছেন । এস ইউ সি আই কমিউনিস্টের পর সিপিআইএম দুবার এই বিধানসভায় বিজয়ী হন রাম শংকর হালদার। অনেকে বলছেন কুলতলি বিধানসভা এবারের এই লড়াই হাড্ডাহাড্ডি । একে বারে সাধারণের মানুষের মতো জীবন যাপন, মানুষের সাথে মেশার প্রবণতা গনেশ মণ্ডলের দেখা মেলে । একদা এস ইউ সি আই এর শক্ত ঘাঁটিএই কুলতলি বর্তমানে বিদায়ী বিধায়ক রাম শংকর হালদার আবার তিনি দুই বারের বিধায়ক হওয়ার পরেও এই মুহূর্তে মানুষের কাছে যোগাযোগ করতে চাচ্ছেন । গনেশ চন্দ্র মণ্ডল প্রতিটি বুথে তিনি গিয়েছেন। এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে এক পরিচিত ব্যক্তি গনেশ চন্দ্র মণ্ডল । 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা 129 কুলতলি তফশিলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের কাছে বিনম্র চিত্রে মূল্যবান ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ।।