|
---|
নিজস্ব সংবাদদাতা :টানা বেশ কিছু দিন ছুটি, পর্যটকদের উপচে পড়ছে ভিড়। দার্জিলিং কালিম্পং সহ গোটা পাহাড়ে পর্যটকদের ভিড় থিক থিক করছে। হোটেলগুলো তো বটেই হোমস্টেগুলিতেও কার্যত তিল ধারনের জায়গা নেই। হিমালয়ান সাফারির দিকে নজর পর্যটকদের। সানদা কফু, মানেভঞ্জনে পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশন ও পর্যটন সংস্থা সূত্রে খবর আগামী ১৫ জুন পর্যন্ত হোটেল গুলিতে বুকিং ফুল। বেশ কিছু বছর পরে পাহাড়ে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।করোনা পরিস্থিতি কাটিয়ে একেবারে সাভাবিক ছন্দে পাহাড়। সূত্রে খবর মিলেছে এই মহুর্তে পাহাড়ে দের লক্ষ্য পর্যটকদের ভিড় রয়েছে। গত শুক্রবার বনধের দিনেও যথেষ্ট ভিড় ছিল, শনি রবি ও পর্যটকদের সমাগম বেড়েছে। দার্জিলিং ,কালিম্পং মিলে ৫০০ উপরে হোটেল রয়েছে ।যায় মধ্যে ৩০০ উপর হোটেল শৈল শহরে রয়েছে। ফুলে ফেঁপে উঠেছে পর্যটন ব্যাবসা। পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে