|
---|
সানাউল্লাহ খান,কলকাতা: NRC, CAB, ধারা ৩৭০ বিলোপ, UPA এক্টের পরিবর্তন অর্থাৎ রাষ্ট্রযন্ত্র কে কাজ লাগিয়ে নাগরিক অধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে একসাথে একই সুরে গর্জে ওঠা ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ আছে কি?
যতই দেখানোর চেষ্টা হোক না কেন এটা সংখ্যালঘু মুসলমানদের সমস্যা- মুলতঃ এগুলো যে আপামর ভারতীয়দের সমস্যা এটা আজ আর কারও বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই ।
NRC নিয়ে আসামে যা ঘটে চলেছে অথবা গত ৩১ দিন ধরে কাশ্মীরে যা ঘটছে তা দেখে প্রত্যেক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের চোখের ঘুম উড়ে যাওয়ার পালা ।
এই সমস্ত মৌলিক সমস্যা সামনে রেখে, গতকাল AIMA র কলকাতা অফিসে সহমর্মী বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃত্ব দের নিয়ে মত বিনিময় এবং কিভাবে প্রতিরোধ গড়ে তুলা হবে তা নিয়ে আলাপ আলোচনার জন্য একটি চা চক্রের আয়োজন করা হয়।
আসরে উপস্থিত হয়ে- রঞ্জিত সুর (APDR), প্রসেনজিৎ বসু (NRC বিরোধী যুক্তমঞ্চ) অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ( বাংলাপক্ষ ), তন্ময় ঘোষ, সমীরুল ইসলাম ( বাংলা সংস্কৃতি মঞ্চ ), মলয় তেওয়ারি ( CPIML ), সমাজসেবী নিবেদিতা রায়, ইমতিয়াজ আহমেদ মোল্লা ( DNP ), বুদ্ধিজীবী অধ্যাপক শামিম আহমেদ, সুদীপ সেলিম, কল্যাণ কুমার পাত্র ছাড়া আরও অনেকে মতামত প্রদান করে একে অপরকে সমৃদ্ধ করেন । ‘কমন মিনিমাম প্রোগ্রাম’কে হাতিয়ার করে একে অন্যকে সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গিকারে নিজেদের আবদ্ধ করলেন ।
সংখ্যাগরিষ্ঠার জোরে মানবতা বিরোধী সরকারী পদক্ষেপ এর বিরুদ্ধে ব্যপক আকারে গণ আন্দোলন গড়ে তোলার জন্য ১৫ দিন পরে আবার আমরা মিলিত হচ্ছি । আরও অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সংগঠন যাদের ইচ্ছা থাকা স্বত্বেও আজকের চা-চক্রে উপস্থিত হতে পারেননি । আমরা তাদের সাথে নিয়েই পথে নামা শুরু করতে চাই । আরও বেশি বেশি সংগঠন একত্রিত হয়ে মত বিনিময়ের মাধ্যমে নীতি নির্ধারণ করতে সাহায্য করুন । সেজন্য দলমত নির্বিশেষে সকলকে যোগাযোগ করার জন্য আহ্বান করছি । AIMA সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেবের এই উজ্বল ভুমিকাকে সব্বাই অান্তরিক ভাবে অকুন্ঠ চিত্তে সমর্থন জানায় ।