উপযুক্ত কারন ছাড়াই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যায় না, রাজ্যকে বার্তা হাইকোর্টের

 নতুন গতি, ডিজিটাল ডেস্ক: উপযুক্ত কারন ছাড়া ইন্টারনেট কিংবা মোবাইল পরিষেবা বন্ধ রাখা যায় না। একটি জনস্বার্থ মামলা নিয়ে শুনানি করতে গিয়ে রাজ্য সরকারের প্রতি বার্তা দিলো কলকাতা হাইকোর্ট। প্রতিটি জেলা অনুযায়ী সমস্ত রিপোর্ট সংগ্রহ করে হলফনামা জমা দিতে নির্দেশও প্রদান করে হাইকোর্ট। হাইকোর্ট জানায়, দীর্ঘ দিন ধরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা যাবে না। তা করতে গেলে উপযুক্ত কারণ থাকা দরকার। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের রেশ বাংলাতেও। আপদকালীন অবস্থায় রাজ্যের ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা দেয় রাজ্য সরকার। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।