শিশুকে অপহরনের অভিযোগে গ্রেফতার মহিলা 

নিজস্ব সংবাদদাতা : একটি পাঁচ বছর শিশুকে অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হলো। শিলিগুড়ি মেডিকেল ফাঁড়ি পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে, নাম সুমন সাহিনি।

     

    ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে কিছুদিন আগে বিহার থেকে এক পরিবার শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসে। এরপর ওই মহিলা পরিবারটির সাথে কথাবার্তা বলে ঘনিষ্ঠতা বাড়ায়। কিছুদিন আগে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর নাম করে অপহরণ করে। এরপর পরিবারটি মেডিকেল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার শিলিগুড়ি জংশন এলাকা থেকে পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে, এছাড়া উদ্ধার করা হয়েছে শিশুটিকে।