ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় টোটো গাড়ি উল্টে ভাগীরথী তো পড়ে মৃত্যু হল এক মহিলার

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় টোটো গাড়ি উল্টে ভাগীরথী তো পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম রেবা রানী গোস্বামী (৬০)। বাড়ি পাটুলি সন্তোষপুর গ্রামে। গতকাল রাতে টোটো করে ফেরার সময় রাস্তা খারাপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়. বাকি যাত্রী রক্ষা পেলেও রেবা রানী মারা যান। রেবা রানী মারা যাওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।