নারী নিরাপত্তা নিয়ে প্রশাসনকে কড়া নির্দেশ পশ্চিমবঙ্গে সরকারের

নতুন গতি প্রতিবেদক, কলকাতা : নারী নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হায়দরাবাদ পশু চিকিৎসককে খুন ও ধর্ষণকাণ্ডের ঘটনায় তিনি বেশ চিন্তিত। মহিলাদের নিরাপত্তায় অভিযোগ এলে কোন এলাকা, কোন থানার ঘটনা, এসব নিয়ে ভাবনাচিন্তা না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। অন্য থানা এলাকার ঘটনা বলে দায় এড়িয়ে যেতে পারবেন না পুলিশ আধিকারিকেরা। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র গাফিলতি হলে নবান্ন কড়া পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

    কোনও মহিলা যে থানায় অভিযোগ দায়ের করবেন, সেই থানার পুলিশকেই সংশ্লিষ্ট থানা বা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যার সমাধান বা নিষ্পত্তি করতে হবে। অনেক মহিলা থানাও রয়েছে। সেগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন জেলার পুলিশ কর্তাদের। সোমবার নবান্নে রাজ্যের আইনশৃঙ্খলা-সহ নানা বিষয় নিয়ে বিভিন্ন জেলার এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। সেখানেই নারী নিরাপত্তার বিষয়ে কড়া নির্দেশ দেন তিনি।