|
---|
নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর: প্রাকৃতিক দুর্যোগ ও কোরোনা কালে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নারান্দার বিনয় বাদল দীনেশ সংঘের মহিলা সদস্যাবৃন্দ।তাঁদের সংসার খরচ থেকে তিলে তিলে জমানো অর্থ দুঃস্থদের পাশে দাঁড়ানোর সংকল্পে ব্যায় করলেন।গৃহস্থের নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে রবিবার তাঁরা নারান্দা এলাকার দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত বিউটি দাস,সংহিতা মাইতি, অসীম মাইতি,নবনীতা কুন্ডু,চন্দনা বের,মৌপিয়া পাল সহ অন্যান্যরা। এই উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে সংঘের পক্ষ থেকে দুই কর্মকর্তা দীপক সেনগুপ্ত ও মলয় পাল অভিনন্দন জানিয়েছেন। এর আগেও সংঘের উদ্যোগে শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল।