নারী সুরক্ষা ও সামাজিক সচেতনতা শিবিরের আয়োজন শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ে

শিলিগুড়ি: নারী সুরক্ষা এবং সামাজিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ে।আয়োজক ছিলেন পশ্চিমবঙ্গের মহিলা কমিশন এবং আন্তর্জাতিক মহিলা সুরক্ষা কমিশন।এখানে মুল বিষয় ছিলো কিভাবে সামাজিক সচেতনতা বাড়িয়ে মহিলাদের সুরক্ষিত রাখা যায়।

    এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের মহিলা সুরক্ষা কমিশনের প্রধান লীনা গাঙ্গুলি,মহুয়া পাজা ভাইস চেয়ারম্যান,এবং অমিত সরকার দার্জিলিং জেলা মহিলা ফোরাম।এখানের বৈঠকের মুল বিষয় ছিলো কিভাবে মহিলদের সামাজিক সুরক্ষা প্রদান করা হবে।লীনা গাঙ্গুলী জানান শুধু মহিলারাই শোষিত হচ্ছেন না,শোষিত হচ্ছেন পুরুষেরাও তিনি জানান সবাইকে সুরক্ষা দিতে হবে,আমরা মহিলা বলে শুধু মহিলাদের দেখব তা একেবারেই অনুচিত,সবাইকে সুরক্ষা প্রদান করতে হবে,একজন পুরুষকেও যেমন পুরুষ এবং মহিলাদের সুরঁক্ষা প্রদান করতে হবে তেমনি একজন মহিলাকেও পুরুষদের কথা চিন্তা করতে হবে।উপস্থিত ছিলেন সূর্যসেন মহাবিদ্যালয়ের অফিসিয়াল কর্মী তনিমা ঘোষও এদিন উপস্থিত ছিলেন এই আলোচনাসভাতে।শিলিগুড়িই উত্তরবঙ্গের একমাত্র জায়গা যেখানে এই আলোচনাসভা অনুষ্ঠিত হল।উদ্যেক্তারা জানিয়েছেন আগামী মার্চ মাসে আবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা শিলিগুড়িতে যেখানে আন্তর্জাতিক প্রতিনিধিদল আসবে বলে জানা গেছে।