|
---|
নতুন গতি , মুর্শিদাবাদ : কর্ণাটক হাইকোর্ট মুসলিম ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে হিজাব নিষেধাজ্ঞা ও হিজাব ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয় বলে রায় প্রদানের তীব্র সমালোচনা ও বিরোধিতা করে মুর্শিদাবাদের জঙ্গীপুরে হিজাবের পক্ষে শত শত ছাত্রী ও মহিলারা প্রতিবাদে রাস্তায় নামেন। তাঁরা শ্লোগান দেন হিজাব আমাদের ধর্মীয় অধিকার, হিজাব আমাদের গর্ব আমাদের অধিকার। হিজাব নারীদের সন্মান ও মর্যাদা বৃদ্ধি করে। মোদী সরকারের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, একের পর এক মুসলিমদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে। কখনো লাভ জিহাদের নামে, চুরির অপবাদে মুসলিম যুবকদের পিটিয়ে খুন আবার কখনো তালাক কখনো আযান তো কখনো হিজাব নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তাই হিজাব কাণ্ডের প্রতিবাদের রেশ এবার আছড়ে পড়লো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে।
ইসলাম ধর্মের মৌলিক অধিকার হিজাব পরিধান। সেই হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছে কর্নাটকের হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ধরনের ধর্মীয় পোশাক পরিধান করে প্রবেশ করা যাবে না। তারপর থেকেই শুরু হয়েছে একাধিক রাজ্যে প্রতিবাদ ও ধিক্কার মিছিল। তারই অংশ হিসেবে আজ রঘুনাথগঞ্জ শহরে প্রতিবাদে মহিলাদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জঙ্গীপুর থেকে পদযাত্রা করে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে গণঅবস্থান সম্মিলিত হয়। সেখান থেকে তারা কেন্দ্র সরকার রাজ্য সরকারের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার প্রতিবাদে একাধিক বক্তা বক্তব্য রাখেন। আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, অন্যতম নেত্রী আলিয়া পারভীন, হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দায়িত্বশীল মাসুদ হাসান, এছাড়াও তুহিনা পারভিন, রেহেনা খাতুন, নিশাত জাহান সহ অন্যান্যরা।