|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা : সারা বিশ্বের ন্যায় সর্বপ্রধান মাতৃতান্ত্রিক নারীবাদী দেশ ভারতবর্ষের কলকাতার সটলেক এলাকায় পশ্চিমবঙ্গের দুটি পুরুষ অধিকার সংগঠন একটি হল ‘অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন’ এর একটি হল ‘সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা’ আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ১৯ শে নভেম্বর এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। উক্ত সভায় ওই দুই সংগঠনের সদস্য ও নারীবাদীদের হাতে নিহত অয়ন মন্ডলের পিতা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এদিন আনুমানিক ৫০ জনের মত ওই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন। এদিন পুরুষ অধিকার কর্মী সাকিব হাসান বলেন কোন মহিলা আন্দোলন যখন হয় মহিলা অপেক্ষায় পুরুষের সংখ্যা সাধারণত ওই আন্দোলনে অধিক হয়ে থাকে।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বাস্তব চিত্রটাকে তুলে ধরতে হচ্ছে ওই অনুষ্ঠানে মাত্র একজন মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরুষ অধিকার কর্মীদের দাবি হলো ভারতবর্ষে পুরুষের জন্য কমিশন গঠন করা, লিঙ্গ নিরপেক্ষ আইনি ব্যবস্থা এবং সরকারি প্রকল্প ও বিভিন্ন সুযোগ সুবিধা নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমানভাবে বন্টন করা হয়। এদিন পুরুষ অধিকার কর্মীরা চেয়েছিলেন জল সম্পদ ভবনে মহিলা কমিশনে তারা কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেবেন। কিন্তু মহিলা পরিচালিত কমিশনের নেতিবাচক উদ্দেশ্যের কারণে পুলিশ প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করে পুরুষ অধিকার কর্মীদের কাজে বাধা সৃষ্টি করা হয়। তবে পুলিশরা আশ্বাস দিয়েছেন আগামী সপ্তাহে তারা মহিলা কমিশনের অফিসে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন।