|
---|
নিজস্ব সংবাদদাতা: গতকাল গভীর রাতে বেলাকোপা ফরেষ্ট রেঞ্জ সঞ্জয় দত্তের নেতৃত্বে প্রায় তেইশ লক্ষ টাকার বর্মা টিকা কাঠ উদ্বার করল।এর সাথে তিনজনকে আটক করা হয়েছে।গতকাল খবর পেয়ে বন দপ্তরে ওই ট্রাক সহ তিনজনকে আটক করে।ওই তিনজনই কোচবিহারের বাসিন্দা।তিনজনই বেলাকোপার দুজন কর্মীর সাথে যোগাযোগ করে ওই কাঠ পাচার করবার পরিকল্পনা করছিল।ওই দুজন বন দপ্তরের কর্মীকেও জিঞ্জাসা করা হচ্ছে।
কাঠ নিয়ে একটি ধাবায় বসে খাবার সময় এই ধাবার মালিক খবর দিয়ে দেন বন দপ্তরের মুল অফিসে।ওখান থেকে ফুল ফোর্স এসে আটক করে কাঠ সহ ওই তিনজনকে।ধৃত তিনজন জানিয়েছে তাদের লক্ষ ছিল নেপাল হয়ে মায়ানমার এলাকায় ওই চোরা কাঠ পৌছে দেওয়া।