শিলিগুড়ি পুরোনিগমে শুরু হবে পেপারলস পদ্ধতিতে কাজ

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরো নিগমের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল দালাল চক্র। শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব দালাল চক্রকে আটকাতে রীতিমতো উদ্যোগী হয়েছেন। ঝঞ্ঝাট এড়াতে সাধারণ মানুষ টাকার বিনিময় দালালদের শরণাপন্ন হতেন। দালালরা বিভিন্ন রকম কাজ করে দেওয়ার নাম সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিত।

    এবার থেকে শিলিগুড়ি পুরো নিগমের যাবতীয় কাজ পেপারেলস সিস্টেমে হবে । দালাল চক্র আটকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিলিগুড়ি পুরো কর্পোরেশনের মেয়র গৌতম দেব বলেছেন। জন্ম মৃত্যুর প্রমাণপত্র, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন প্রক্রিয়ার কাজ এখন থেকে বাড়িতে বসে অনলাইন মারফত করতে পারবেন শহরবাসী। ইতিমধ্যে শহরের ৭২ হাজার বাড়িকে সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে মেয়র জানিয়েছেন কিছু সময়ের মধ্যে গোটা শহরের বাড়িগুলি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে।