|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সামনে পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে এদিন একতারা অঞ্চলে দ্বীপের মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেলুরাম হালদার, অঞ্চল সম্পাদক অমলেন্দু ঘাটা, সংখ্যালঘু সেলের সভাপতি হাজী মোবারক মোল্লা, মহিলা সভানেত্রী রুনা জানা সহ অঞ্চলের বরিষ্ঠ তৃণমূল কংগ্রেসে নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। অঞ্চল সভাপতি ফেলুরাম হালদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কখনই মানুষের প্রতি বৈষম্য করেন না তা বিশদভাবে ব্যাখ্যা করেছেন। “দিদি প্রমাণ করেছেন কীভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের একত্রে, শাস্তি ও সম্প্রীতির সঙ্গে আবদ্ধ রাখা যায়।আমাদের মা, মাটি, মানুষের সরকার সর্বদা ঐক্যে বিশ্বাস করে এবং সেটাই করবে।