বেতন বৃদ্ধির দাবিতে কারখানার গেটে বিক্ষোভ শ্রমিকদের!

শান্তনু পান, পুর্ব মেদিনীপুর: হলদিয়ার একটি বেসরকারি কারখানায় গতকাল রাতের পর মঙ্গলবার সকাল থেকে আবার বিক্ষোভে সামিল হচ্ছে শ্রমিকরা। শ্রমিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে হলদিয়ার ইমামী গেটের সামনে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। হলদিয়ার কারখানায় কারখানায় সিওডির মাধ্যমে শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সেই বেতন কাঠামোয় খুশি না হওয়ায় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। রাত প্রায় ৩ টে পর্যন্ত বিক্ষোভে সামিল থাকে। হলদিয়ায় শ্রমিক অসন্তোষ দূর করার জন্য শ্রমিকদের পাশে থেকে আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠন আন্দোলন করে চলেছে।এখন দেখার এই আন্দোলনের মধ্যদিয়ে শ্রমিকরা কি তাদের প্রাপ্য বেতন পাবে? সেটাই এখন দেখার। তবে মালিক শ্রেণীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা জমায়েত হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।