|
---|
চিন্তামনি কর বার্ড স্যাঞ্চুয়ারিতে ১১মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মীদের বিক্ষোভ
নতুন গতি প্রতিবেদক, সোনারপুর : চিন্তামনি কর বার্ড স্যাঞ্চুয়ারিতে (পাখিরালয়) অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। বিগত ১১ মাস ধরে বেতন পাননি তাঁরা। সোনারপুর, রথতলা বাইপাস লাগোয়া রাজ্য সরকারের পক্ষ থেকে ২০০৫ সালের ৩০ শে অক্টোবর,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে ফরেস্ট ডিপার্টমেন্টের এই পার্কটি উদ্বোধন হয়। তারপর থেকেই এখানে বহু বন্যপ্রাণী প্রেমীদের আনাগোনা হয়ে আসছে। দেশ-বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন।
এই পাখিরালয় পার্কটি দেখাশুনা করতেন এখানকারই অস্থায়ী কর্মীরা। অবশেষে সেই কর্মীরা কাজ হারানোর আশঙ্কায় শনিবার সকাল থেকেই সেই পার্কের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। কর্মীরা বিগত ১১ মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষোভও উগরে দিলেন। তাঁদের অভিযোগ বেতন না দিয়ে বেআইনীভাবে ছাঁটাই করা কেন হল, তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে এই পার্কের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
হঠাৎ করে কাজ থেকে বসিয়ে দেওয়ায় পরিবার নিয়ে পথে বসার আশঙ্কায় তাঁরা। এই বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।