শ্রমিকরা দেশের মেরুদন্ড ওদের কে অসহায় ভাবে ভিন্ন রাজ্যে ফেলে রাখবেন না ” প্রিয়াঙ্কা গান্ধী

শ্রমিকরা দেশের মেরুদন্ড ওদের কে অসহায় ভাবে ভিন্ন রাজ্যে ফেলে রাখবেন না ” প্রিয়াঙ্কা গান্ধী

    নতুন গতি , ওয়েবডেস্ক : লক্ষ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কর্মরত অবস্থায় থাকা কালীন তাদের কে তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করে গত ২২ মার্চ প্রথমদফার লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রথমদফার লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত থাকার কথা ঘোষিত ছিল ঠিক সেই মতেই ভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকেরা ট্রেনের টিকিট কেটে রাখে যে ১৫ এপ্রিল এর পর বাড়ি ফিরে যাওয়ার জন্য ইন্ডিয়ান রেলওয়েও টিকিট দিতে থাকে কিন্তু ১৪ তারিক শ্রমিক দের জন্য কোনো ব্যবস্থা না করেই আবার ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে দেই প্রধানমন্ত্রী ফলে বিভ্রান্তিতে পরে যায় শ্রমিকের এবং সেদিনি মহারাষ্ট্রের বান্দ্রা স্টেশনে ও গুজরাটের সূরাটে হাজার হাজার শ্রমিক একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। শ্রমিক দের বিক্ষোভ কে থামানোর জন্য মহারাষ্ট্র পুলিশ তাদের উপর লাঠি চার্জ ও করে। শ্রমিক দের এই করুন দশার দিকে তাকিয়ে চুপ থাকলেন না কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

    বুধবার তিনি একের পর এক টুইটে মোদি সরকারকে নানান প্রশ্নে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি কটাক্ষ করে লেখেন, “শ্রমিকরা দেশের মেরুদণ্ড, শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি কেন?”এর সাথে কংগ্রেস নেত্রী আরও লেখেন, “কেন প্রতিটি দুর্যোগ দরিদ্র এবং শ্রমিকদের উপর ভেঙে পড়ে?

    কেন তাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না? কেন তারা ঈশ্বরের উপর বিশ্বাস রেখে যায়? লকডাউনের সময় কেন রেলওয়ের টিকিটের বুকিং চলতে থাকে? কেন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি?”

    প্রিয়াঙ্কা গান্ধী অন্য একটি টুইটে লেখেন, ” শ্রমিকদের অর্থ শেষ হচ্ছে। মজুদ রেশন ফুরিয়েছে। তারা নিরাপত্তাহীন বোধ করছে। তারা ঘরে যেতে চায়। এটা ব্যবস্থা করা উচিত ছিল সরকারের।”