নতুন জাতীয় শিক্ষা নীতি বিষয়ে দুই দিনব্যাপী ওয়ার্কশপ কালিয়াচক কলেজে

নিজস্ব সংবাদদাতা: জাতীয় শিক্ষানীতি ২০২০ এর উপরে দুই দিনব্যাপী অফ সব অনুষ্ঠিত হলো কালিয়াচক কলেজ এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর উদ্যোগে। এই কর্মশালা সফলভাবে পরিচালিত হয় অনলাইন পদ্ধতিতে , ২৬ শে অগাস্ট উদ্বোধন হয় কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর সাজিদ জামালের বক্তব্যের মাধ্যমে এবং পরের দিন সাতাশে সে আগস্ট যবনিকা পতন হয় কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান এর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ শিক্ষার প্রসার বিষয়ক সমাপ্তি ভাষণ এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ইউজিসি এইচ আর ডি সি ডাইরেক্টর প্রফেসর ফাইজা আব্বাসির ধন্যবাদ জ্ঞাপন আর আগামী দিনের সহযোগিতার আশ্বাস প্রদানকারী বক্তব্যের মাধ্যমে । এই কর্মশালায় পশ্চিমবাংলা তথা অন্যান্য রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গবেষক গবেষিকা অংশগ্রহণ করেন। সমাপ্তি অধিবেশনে তাদের মতামত প্রকাশ পায় এবং তাদের পর্যালোচনা মতে এই কর্মশালা তাদের আগামী দিনের শিক্ষা জীবনে নতুন পাথেয় হয়ে থাকবে। গুরত্বপূর্ণ অভিমত প্রদান করেন প্রফেসর আবুল হোসেন শিলচর বিশ্ববিদ্যালয় আসাম, ডক্টর আলমগীর বর্ধমান বিশ্ববিদ্যালয় কালিয়াচক কলেজের হয়ে যোগাযোগ করেন ডক্টর মুজতবা জামাল।

    আগামী দিনের ভারতের জাতীয় শিক্ষানীতি কিভাবে কার্যকরী হতে পারে, ভাষা কালচার মূল্যবোধের উপরে কি রকম প্রভাব পড়তে পারে, শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য , এই সব সংশ্লিষ্ট বিষয়গুলির উপরে একাধারে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ।এই কর্মশালায় বক্তব্য রাখেন প্রফেসর মোঃ মোজাম্মিল আগ্রা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ডক্টর শাহির সিদ্দিকী আলীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক, ডঃ শাকিলা টি শামসু জাতীয় শিক্ষানীতি খসড়া কমিটির সদস্য তথা গ্লোবাল আউট রিচ অফ হায়ার এডুকেশন এর ডাইরেক্টর এবং ফয়সাল আনোয়ার আলিগড় ইউনিভার্সিটি এর নতুন জাতীয় শিক্ষানীতির সেলের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক।