পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা আয়োজিত ‘ মালদা ওয়ার্কশপের’ কর্মশালা

নতুন গতি নিউজ ডেস্কঃ  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা আয়োজিত ‘ মালদা ওয়ার্কশপের’ উদ্বোধন করেন মালদা জেলা সমাহর্তা শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষকুমার বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী আশিস কুন্ডু, সিএমওএইচ ডা. সৈয়দ শাহজাহান, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, অধ্যাপক সত্য চৌধুরী ,সংগঠনের সভাপতি কে পি সিং। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা সম্পাদক সুনীল দাস। অনুষ্ঠানটি মালদা কলেজ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মালদার যৌথ উদ্যোগে। এই কর্মশালা এবং সেমিনারটিকে সফল করার জন্য এগিয়ে এসেছে এস বি সি আই ব্যাঙ্গালোর, ড.বীরেন ব্যানার্জি, ডক্টর সাধন দাস,ড.পারিজাত সেনাপতি,ড.রঙ্গ উদয়কুমার, সিডি আর আই,লাখনৌ, রাহুল মোদক, ,রোটারী ক্লাব অব মালদা ম্যাংগো সিটি, প্রভৃতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ অভিজিৎ আচার্য।
এবারের কর্মশালার বিষয় : ‘ দ্যা ফেনোমেনন অফ এজিং , রিলেটেড ডিসঅর্ডার এন্ড স্মার্ট এজিং।’