এবিটিএ-এর উদ্যোগে প্রশ্নপত্র রচনা বিষয়ক কর্মশালা..

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  এবিটিএ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রশ্নপত্র রচনা বিষয়ক বিশেষ কর্মশালা। পরীক্ষা প্রস্তুতিতে ছাত্র-ছাত্রীদের সহায়তা করতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ১৯৩৭ সাল থেকে বিগত দীর্ঘ ৮৫ বছর ধরে এ বি টি এ -মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক টেষ্ট পেপার সারা রাজ্য জুড়ে প্রকাশিত হয়ে আসছে।এবারেও যথাসময়ে ২০২৩-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যেও এবিটিএ- টেষ্ট পেপার যথাসময়ে প্রকাশিত হবে।সেই টেস্ট পেপারের প্রশ্নপত্র রচনা বিষয়ে এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্তের নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল এ বি টি এ-র জেলা দপ্তর গোলোকপতি ভবনে।সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিষয়ের নির্বাচিত ৫৭ জন শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করেন।কর্মশালার উদ্বোধন করেন সমিতির জেলা সম্পাদক বিপদতারন ঘোষ।সভাপতিত্ব করেন সমিতির নেতৃত্ব প্রভাসরঞ্জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ সত্যকিঙ্কর হাজরা এবং মেদিনীপুর সদর মহকুমা শাখার সম্পাদক জগন্নাথ খান। এর আগে এদিন সকালে সমিতির জেলা দপ্তরে, এবিটিএ-র সদর মহকুমা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সেই সভায় সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংগঠনের সম্মেলন সহ আগামীদিনের বিভিন্ন কর্মসূচি বিষয়ে আলোচনা হয়।সেই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদর মহকুমার সভানেত্রী সবিতা মান্না।