|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক পদযাত্রা আয়োজন করা হয়েছিল।এই পদযাত্রা মেদিনীপুর কলিজিয়েট স্কুলের গেট থেকে শুরু হয় ও শেষ হয় কালেক্টর মোড়ে ।
আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সমাজসেবী সংস্থাগুলিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সরকারী আধিকারিকগণদের।
মেদিনীপুর শহরে মাইকের মাধ্যমে সংগঠনের সদস্য ডঃ শান্তনু পান্ডা এডস রোগ সম্বন্ধে বিস্তারিত ভাবে প্রচার করেন। এই পদযাত্রাতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ শ্যামপদ পাত্র , রবীন্দ্রস্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ ওঝা , সাইকেলার্স ক্লাবের সভাপতি নবনীতা মিশ্র ও সদস্য বৃন্দ, কেশপুর ব্লাড ব্যাংকের সদস্য মুস্তাফিজুর রহমান ও সদস্যরা, মহিলা সংগঠন অদ্বিতীয়ার সভাপতি পাঞ্চালি চক্রবর্তী ও সদস্যবৃন্দ, বেঙ্গাই উদ্যোগী সংঘ এর সম্পাদক রাহুল কোলে ও সদস্য বৃন্দ, আলো ট্রাস্টের কর্ণধার কমল কৃষ্ণ কুইলা, শক্তি সংঘ ব্যায়ামাগার এর পক্ষ থেকে মিন্টু করণ ও সদস্যরা, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সুদীপ কুমার খাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে পদযাত্রায় অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজা ও রোমিও ।
মিছিল শেষে জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে একটি পথসভা করা হয় । সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন সদস্য দীপেশ দে। এখানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র,গোপাল সাহা,ডঃ শান্তনু পান্ডা, পাঞ্চালি চক্রবর্তী, রাহুল কোলে,লক্ষন ওঝা,কমল কৃষ্ণ কুইল্যা।
অনুষ্ঠাটি সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সম্পাদিকা পারমিতা সাউ ও উপস্থিত সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন নরোত্তম দে, মুনমুন ঘোষ, অপর্না দাস, পিন্টু সাউ, বিজয় দাস,অরিত্র দাস, অনীশ সাউ।