|
---|
নতুন গতি প্রতিবেদক: মঙ্গলবার ছিল ‘বিশ্ব বন দিবস’। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের উদ্যোগে সুন্দরবনের ক্যানিং, ঝড়খালি, কুলতলি, রায়দীঘি, নামখানা, ভগবতপুর-সহ বিভিন্ন গ্রামে দিনটি পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয়েছে পাথরপ্রতিমা ব্লকের নদীর পাড়ে। ওই ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় মানুষজন এদিন নদীর পাড় ধরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে পথ পরিক্রমা করেন। আমাদের প্রতিবেশী বন্যপ্রাণীদের রক্ষার পাশাপাশি সমগ্র সুন্দরবনের অস্তিত্ব বাঁচাতে আমাদের এগিয়ে আসার বার্তা ছড়িয়ে দিতেই এই পথে নামা বলে অনুষ্ঠানে উপস্থিত মানুষজন জানিয়েছেন। বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনাকান্তি মন্ডল বলেন, ‘আমাদের গর্বের সুন্দরবনকে রক্ষা করতে আমাদেরই এগিয়ে আসতে হবে। আজ সেই শপথ নেওয়ার দিন।’ তিনি এদিন আরও জানিয়েছে, পড়ুয়াদের ইচ্ছা পূরণ করতে বনবিভাগে পক্ষ থেকে এদিন দুপুরে গ্রাম লাগোয়া নদীর ধারের ম্যানগ্রোভ গাছে গাছে মাটির ভাঁড় বেঁধে বাসা বানিয়ে দেওয়া হয়েছে।