জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস

জলপাইগুড়ি: সারা বিশ্বের পাশাপাশি জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ‌দের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবার কোনও মিছিল বের করা হয়নি। তবে একটি রক্তদান শিবিরের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী মানুষ‌দের নিয়ে একটি সভার আয়োজন করা হয় জলপাইগুড়ি ওয়েলফেয়ার ভবনে। অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

    জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, রক্তদান শিবিরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন‌ স্তরের মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে জমা করা হবে।