ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অডিটোরিয়াম বিল্ডিংয়ে বিশ্ব হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া দিবস পালিত হয়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- প্রতি বছরের মতো এবারও ও ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে আজ ১০ই মে বিশ্ব হিমোফিলিয়া দিবস ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এক সঙ্গে পালন করা হয়।পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অডিটোরিয়াম বিল্ডিং থেকে এলাকার শিশুদের হাতে থ্যালাসেমিয়া সংসাপত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন এম,এস,ভি,পি,প্রোফেসর ডা: তন্ময় কান্তি পাঁজা, এডিশ্যানাল সুপার, ডা:নীলাঞ্জন পাতি,মেডিক্যাল সুপার ডা: সৌরভ চক্রবর্ত্তী,ডেপুটি সুপার সুপ্রিম সাহা,এসিস্ট্যান্ট সুপার মহাশ্বেতা এন্ড রুপর্না,ইনচার্জ হ্যান্ডিকাপ ডিপার্টমেন্ট সুশোভন সরদার, এম,ও,আই, সি থ্যালাসেমিয়া ডা: শুভাশিস মণ্ডল, ডা: রাজেশ্বর মাইতি সহ আরো অন্যান্য ডিফার্মেন্ট এর সকল ডাক্তার প্রমুখ। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে এবং এই থ্যালাসেমিয়া রোগের সাধারণ মানুষের সচেতন করতে এদিন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল অডিটোরিয়াম বিল্ডিংয়ে এক সভা অনুষ্ঠিত হয়।