|
---|
বাবলু হাসান লস্কর, নতুন গতি : কলকাতার মানিকতলা প্রেমানন্দ লেপ্রসি মিশন, প্রতিবছরের ন্যায় এবছরও পালন করে বিশ্ব কুষ্ঠ দিবস। “রোগকে ঘৃণা করো, রোগীকে নয়” এই বাণীর মাধ্যম দিয়ে বিশেষ করে প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া মানুষদের নিয়ে সদাসর্বদা কাজ করে থাকেন এই সংগঠন। বিশেষ করে কুষ্ঠ রোগীদের অনেকে ঘৃনার চোখে দেখে, এবং সমাজের চোখে তারা সদাসর্বদা লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত অপমানিত পদদলিত। এই সমস্ত মানুষ গুলো সদা সর্বদা লাঞ্চিত বঞ্চিত অপমানিত অবহেলিত তাদের কে মুল স্রোতে ফেরাতে প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতাল- জগত জননী মাতা মাদার তেরেসার পদাঙ্ক অনুসরণ করে, সদাসর্বদা পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের কর্মযজ্ঞ শুরু করেছে। হাসপাতালের উদ্যোগে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস।
প্রতি বছরের ন্যায় এদিনের অনুষ্ঠান করোনা বিধি মেনে, কলকাতা প্রেমানন্দ হাসপাতালের উদ্যোগে কুষ্ঠ রোগীদেরকে নিয়ে পথ সভা সারলেন মানিকতলা চৌরাস্তার মোড় থেকে রাজাবাজার হয়ে রাজা ধীরেন্দ্র স্ট্রিট পর্যন্ত পথসভা করেন। এদিনের অনুষ্ঠানে ডাক্তার ও ডেপুটি প্রগ্রামার বিরিঞ্চি মাহাতো বলেন কুষ্ঠ রোগ কোন ছোঁয়াচে রোগ নয়। এদের থেকে দূরে থাকবেন না এদেরকে সাহায্য করুন। এছাড়া বলেন প্রেমানন্দ হাসপাতাল ম্যানেজার মার্ক মলয় আমরোজ সামাজিক সুরক্ষা দেওয়া ও কর্মসংস্থানের ব্যবস্থা সহ চাকরির ব্যবস্থা করতে হবে কুষ্ঠ রোগীদের কে দেখলে মানুষ এড়িয়ে চলে তাদেরকে ঘৃণা করে তাই মানুষকে বলতে চাই। এমন মানুষের কে কেউ অবহেলা করবেন না। এদিনের পথসভা তে উপস্থিত ছিলেন প্রেমানন্দ হাসপাতাল সুপার বিজয় প্রতাপ, প্রেমানন্দ হাসপাতালের ম্যানেজার মার্ক মলয় ও ডেপুটি প্রগ্রামার বিরিঞ্চি মাহাতো, লটারি ক্লাবের প্রেসিডেন্ট সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।