বিশ্ব নবী দিবস বস্ত্র বিতরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সভা

জাকির হোসেন, নতুন গতি, সরবেড়িয়া : উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত দক্ষিণ বৈদ্যপুর দারুল কোরআন মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। দুঃস্থদের বস্ত্র বিতরণ ও ইসলামিক সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। উপস্থিত প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর জীবন আদর্শ থেকে আমরা অনেক দূরে যার কারণে সামাজিক ভাবে বিভিন্ন চলার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে সারা ভারতবর্ষে যে ভাবে সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার চালানো হচ্ছে তাদের প্রতি অবিচার করা হচ্ছে এর জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের মুখ্য আয়োজক ও পি ওয়াই এফ এর বলিষ্ঠ নেতৃত্ব মাওলানা আবুল কালাম বলেন যাদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হলো, আজ সেই দেশেই তারা নির্যাতিত নিরাপত্তার অভাব বোধ মনে করছে। তিনি বিভেদকামী শক্তির বিরুদ্ধে চরমভাবে হুঁশিয়ারি দেন। রাজ্য কোষাধ্যক্ষ কাজী তৈয়েবুললা বলেন গণতন্ত্র দেশে আজ যেভাবে পবিত্র সংবিধানকে অমান্য করে যে অপকর্মগুলো করে চলেছে দেশের স্বার্থে সমাজের সাথে সকলকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর জেলা সভাপতি সাবির হোসেন ,যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, মাদ্রাসার সভাপতি ওবায়দুল ইসলাম প্রমুখ।