|
---|
বনদপ্তরের উদ্যোগে ভগবতপুর কুমির প্রকল্পে অনুষ্ঠিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস
বাবলু হাসান লস্কর, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা : বনদপ্তরের উদ্যোগে রামগঙ্গা রেঞ্জের ভগবতপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। এই কর্মসূচির মধ্যে ছিল স্কুলের শিশু, জেএফএম সি সদস্য সদস্যা ও বন কর্মীদের নিয়ে র্যালি একই সঙ্গে বসে আঁকা, স্কিট এবং তথ্যচিত্র প্রদর্শন সহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তরের একাধিক আধিকারিক। মিলনকান্তি মন্ডল, চিন্ময় বর্মন সহ একাধিক আধিকারিক সহ বনকর্মীরা।