ওয়ার্ল্ড টয়লেট ডে পালিত বীরভূমের খয়রাশোলে স্কুল পড়ুয়াদের নিয়ে

সেখ রিয়াজউদ্দীন, নতুন গতি, বীরভুম: আজ ১৯ শে নভেম্বর ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের উদ্যোগে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় খয়রাশোল ব্লকের গোপালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। প্লেকার্ড ,ব্যানার, ইত্যাদি সহযোগে বিভিন্ন সচেতনতামূলক শ্লোগানের ধ্বনি তুলে গ্রাম পরিক্রমা করে স্কুল পড়ুয়াদের নিয়ে। এরপর শ্রেণী কক্ষে স্লাইড শো র মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথা শৌচ ও খাওয়ার আগে পরে হাত ধোয়ার নিয়মশৃঙ্খলা নিয়ে ছবি প্রদর্শন করা হয়। খয়রাশোল বাজারে স্টল করে প্রদর্শনী ও স্পট ক্যুইজের ব্যবস্থায় পথ চলতি মানুষ কে বিশেষ ভাবে আকৃষ্ট করে অনুষ্ঠানটি। সমাজসেবী কাঞ্চন দে, শিক্ষক শংকর মিত্র সহ বহু মানুষের পথ থমকে অনুভব বা অংশগ্রহণ করতে দেখা যায়। অনুষ্ঠানের পাশাপাশি খয়রাশোল ব্লকের ২০৮ টি অঙ্গন ওয়াড়ী সেন্টারে হাত ধোয়ার সরঞ্জাম ও তুলে দেয়া হয় ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের হাতে বলে এক সাক্ষাৎকারে জানান ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের খয়রাশোল ইউনিটের প্রজেক্ট অফিসার ডঃ বনশ্রী দাস। উল্লেখ্য অনুরূপভাবে আজ লোকপুর থানার খড়বোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও সংস্থার পক্ষ থেকে দিনটি পালন করা হয় সচেতনতা মূলক শ্লোগান লেখা পোস্টার ব্যানার সহ পদযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সংস্থার হাইজিন এডুকেটর সুব্রত সৌ,জীষ্ণু হাটি, শিউলি ভূঁইয়া প্রজেক্ট সুপার ভাইজার দোলন দে, কৌশিক কর্মকার, চৌধুরী সাইফুদ্দিন আনোয়ার প্রমুখ।