বিশ্ব শৌচাগার দিবস পালিত খয়রাশোলের হজরতপুরে

নতুন গতি প্রতিবেদক: গতকাল ছিল বিশ্ব শৌচাগার দিবস সেই উপলক্ষে আজ খয়রাশোল ব্লকের হজরতপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। পড়ুয়াদের হাতে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহ ব্যান্ড বাদ্যযন্ত্রের মধ্যে গ্রাম পরিক্রমা করে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর আর্থিক সহায়তায় এবং ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের উদ্যোগে দিনটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন সংস্থার কর্মী সেখ আব্বাস উদ্দিন, সুব্রত সৌ, আশিষ কর্মকার, চৌধুরী সাইফুদ্দিন আনোয়ার প্রমুখ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়, বিশেষ করে শৌচ ও খাওয়ার আগে পরে কিভাবে হাত ধোয়া উচিত, ঠিকমতো হাত না ধোলে শারীরিক কি কি সমস্যায় পরতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। সুসজ্জিত পদযাত্রা যাহা কচিকাঁচাদের দিয়ে বাঁশি ও ঢোলের তালে তালে পড়ুয়াদের পা নাচতে নাচতে স্থানীয় বাজারে তথা হাটের মধ্যে যাওয়ার ফলে বিভিন্ন গ্রাম থেকে আগত বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে।