শিলিগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘বিশ্ব পর্যটন দিবস – ২০২২’ উদযাপন করা হল

নিজস্ব সংবাদদাতা : আজ বিশ্ব পর্যটন দিবস।
এই উপলক্ষে হিমালয়ান হস্পিটালিটি এন্ড ট্যুরিসম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর ও শিলিগুড়ি পুরনিগমের সহায়তায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘বিশ্ব পর্যটন দিবস – ২০২২’ উদযাপন করা হল আজকে।আজ সকালে মেয়র গৌতম দেব এক বিশাল শোভাযাত্রা বের করলেন পর্যটন দিবসকে কেন্দ্র করে। তার শোভাযাত্রা আজকে গোটা শহরকে প্রদক্ষিন করে শিলিগুড়ি পর্যটন দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের উত্তরবঙ্গ বিখ্যাত পর্যটন শিল্পের জন্য।আর এই দিনটাতো সবার চাইতে একেবারেই আলাদা।আজকের দিনটিতে সারা ভারতের সাথে শিলিগুড়িতেও পালন করা হচ্ছে।আমাদের লক্ষ এই পর্যটন শিল্পের সাথে শিক্ষিত ছেলেমেয়েদের যুক্ত করা।যাতে কাজের সাথে সাথে তাদের আর্থিক দিকটাও সঠিকভাবে বজায় রাখা যায়।