যশবন্ত সিনহা মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন

নতুন গতি নিউজ ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি ও তালিবান সমস্যা নিয়ে বাজপেয়ী জমানার বিদেশমন্ত্রী ও বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহা বললেন, কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন প্রচুর ভারতীয় নাগরিক। তাঁদের এদেশে ফেরত আনার জন্য দূতাবাস খোলা রাখা অত্যন্ত জরুরি ছিল। অতীতে তালিবানদের সঙ্গে বৈঠক করেছে ভারত। এখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

    আফগানিস্তানের যা পরিস্থিতি তাতে ভারতের পক্ষে তিনটি করণীয়। এক, প্রকাশ্যে তালিবানদের নিন্দা করা। দুই, তালিবানদের সমর্থন করা। তিন, একেবারে চুপ থাকা। কিন্তু বেশিদিন চুপ করে থাকাও সম্ভব নয় কারণ সে দেশে আমাদের নাগরিকরা আটকে রয়েছেন। মনে রাখতে হবে, ভারতের কাছে সাধারণ আফগানরা কৃতজ্ঞ। ভারত সে দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। আমি ২০০২ সালে আফগানিস্তান এগিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।

    মোদি সরকার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরামর্শ নেবেন কি না সেটা তাঁদের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন। বাংলার মানুষদের ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রকের উচিত এ-ব্যাপারে আরও সক্রিয় হওয়া।