দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পর মালদায় ফিরলেন রতুয়ার বাহুবলী নেতা ইয়াসিন শেখ

নতুন গতি,মালদা, ০৩ মার্চ : দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পর মালদায় ফিরলেন রতুয়ার বাহুবলী নেতা ইয়াসিন শেখ । বুধবার দুপুরে বিজেপি নেতা ইয়াসিন শেখকে সংবর্ধনা জানাতে কয়েক হাজার কর্মী সমর্থকদের ভীড় উপচে পড়ে মালদা টাউন স্টেশনে। এদিন দুপুর দেড়টা নাগাদ শিয়ালদা – এনজিপি গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালদায় আসেন বিজেপি নেতা ইয়াসিন সেখ। দলীয় নেতাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাতে স্টেশনের বাইরে কয়েক হাজার কর্মী , সমর্থকদের জমায়েত হয়েছিল। পাশাপাশি ঢাকঢোল বাজিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বাহুবলী নেতা ইয়াসিন শেখকে স্বাগত জানানো হয়। স্টেশন থেকে বিশাল গাড়ি রেলি করে রতুয়া পৌঁছান বিজেপি নেতা ইয়াসিন সেখ।
এদিন মালদা টাউন স্টেশনের সামনে সাংবাদিকদের খোলামেলা প্রশ্নের উত্তরে ইয়াসিন শেখ বলেন, এতদিন তৃণমূলের ন্যূনতম মর্যাদাটুকু মিলে নি। দুর্নীতিগ্রস্ত ওই দলের কাজকর্ম নিয়ে আমি বারবার রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে। কিন্তু কেউ আমার কথায় কান দেন নি । তৃনমূলের একাংশ জেলা নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন ইয়াসিন সেখ।
উল্লেখ্য , এতদিন রতুয়ার তৃণমূলের দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিলেন ইয়াসিন শেখ । বর্তমানে তাঁর স্ত্রী পায়েল খাতুন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন। এছাড়া অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ইয়াসিনের তত্ত্বাবধানে রয়েছে এমনটাই দাবি ওই নেতার অনুগামীদের। এদিন মালদা টাউন স্টেশনে এসে পৌঁছাতে জনজোয়ারে ভেসে যায় বিজেপিতে যোগ দেওয়া ওই নেতা ইয়াসিন শেখ। ফুলের মালা পরিয়ে এবং ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানানো হয়।
বলাবাহুল্য, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রতুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছে। রতুয়া বিধানসভা কেন্দ্রের বর্তমানে তৃণমূলের বিধায়ক রয়েছেন সমর মুখার্জি । কিন্তু তার সঙ্গে ইয়াসিন শেখের বরাবরই রাজনৈতিক দূরত্ব রয়েছে। এছাড়াও দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুললেও সরব হয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা ইয়াসিন শেখ । কিন্তু এরপরই কিছুদিন আগেই হঠাৎ করে বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই দিল্লিতে যোগদান করেন বাহুবলী নেতা ইয়াসিন শেখ। আর তারপরই বুধবার দুপুরে মালদা এসে পৌঁছান তিনি।