|
---|
আর.এ.মন্ডল : ইয়াস ঘূর্ণিঝড়ের ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত প্রেক্ষিতে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের সকাশে দক্ষিণ ২৪ পরগণা জেলা জমিয়তের প্রতিনিধি দল। কলকাতায় জমিয়ত ভবন প্রাঙ্গনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, দক্ষিণ ২৪ পরগণা জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা হাসানুজ্জামান সাহেব, সম্পাদক মুফতি আমিনুদ্দীন সাহেব, জেলা জমিয়তের অফিস সচিব মাওলানা জিয়াউল হক সাহেব, দ্বীনি তালীমি বোর্ডের রাজ্য কমিটির সদস্য মাওলানা আমিনুর রহমান সাহেব, জমিয়ত আইটি সেলের রাজ্য কোর টিমের সদস্য হাফেজ যুবায়ের সাহেব প্রমুখ। বৈঠকে দক্ষিণ ২৪ পরগণার জেলা নেতৃত্ব জেলাজুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ত্রাণ বিতরণের রিপোর্ট রাজ্য সভাপতির নিকট পেশ করেন। এর পাশাপাশি জমিয়তের প্রতিনিধি দল মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবকে দক্ষিণ ২৪ পরগণার প্লাবিত এলাকা পরিদর্শনের আবেদন জানিয়েছেন বলে জমিয়ত সূত্রের খবর।
*ছবি:-*