|
---|
আজাহারউদ্দিন : যশ ঝড়ের দাপটে সব লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্তদের মানুষের জন্য আর্থিক সাহায্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে দীঘা,তাজপুর,শঙ্করপুর, বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন ও তাদের পরিবারের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান।সৈয়দ জিয়াজুর রহমান বলেন আমি নিজে এই সমস্ত মানুষের কাছে সাধ্যমত সাহায্য সহযোগিতা করছি সহযোগিতা করছে আমার টিম, অবস্থা খুবই শোচনীয় তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি, অসহায় দুর্গত এলাকায় সকলেই সাহায্য সহযোগিতা করার আবেদন জানান একজনের পক্ষে সম্ভব নয়, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা ও ত্রাণ সামগ্রী নিয়ে সৈয়দ মনিরুল হুদা সোসাইটি সবসময়ই আছে,গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পর মানুষের অবস্থা খুবই খারাপ একমুঠো অন্ন জোগানো মুশকিল হয়ে পড়ে গেছে যশ ঝড়ের দাপটে সব লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্তদের মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই,সরকারি সাহায্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান নিজে বলেন এই সোসাইটির মাধ্যমে সারা বছর সামাজিক কাজে যুক্ত থাকে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করাই হবে মূল লক্ষ্য।