|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর: মঙ্গলবার কেশপুর ব্লকের আনন্দপুর উদয় সংঘ যোগ ব্যায়াম শিক্ষা নিকেতনের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা এদিন নানা ধরনের যোগব্যয়াম প্রদর্শনের মধ্য দিয়ে দিনটিকে অর্থবহ করে তোলে। এই শিক্ষা নিকেতনের অন্যতম পরিচালক ও যোগ প্রশিক্ষক শোভন কুমার গোস্বামী তাঁর বক্তব্যে দিনটির তাৎপর্য এবং বর্তমান সময়ে ও করোনা সংক্রমণের পরবর্তীতে শিক্ষার্থীদের গৃহবন্দি জীবনে শারীরিক ও মানসিক বিকাশে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনন্দপুর উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শোভন গোস্বামী, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সঞ্জয় সখা চাবরী, সাহসপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম পালুই, সমাজসেবী সনোজ অধিকারী ও অন্যান্য যোগপ্রেমী ব্যক্তিবর্গ।