কলকাতায় তৈরি হতে পারে যোগী দফতর

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “কলকাতায় তৈরি হতে পারে যোগী আদিত্যনাথ এর সরকারের দফতর” এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

    উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর বক্তব্য “ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের মানুষ রাজ্যের বাইরে বসবাস করেন। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে আদিত্যনাথের সরকার। তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত তাঁদের সহায়তা পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি।”

    কলকাতায় দফতরের বিষয়ে জিজ্ঞেস করায় তিনি জানান “কেন নয়, প্রয়োজন হলে কলকাতা, দিল্লিতেও মুম্বইয়ের মতো দফতর তৈরি করা হবে। ঠিক যেমন মুম্বইয়ে ইউপি ভবন তৈরি হবে। সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন। কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেখানে দায়িত্বে থাকা আধিকারিকরা সমস্ত প্রয়োজনে পাশে দাঁড়াবেন।”