তুমিই কোর কমিটির মিটিং ডাকো, অনুব্রতকে ফোন মুখ্যমন্ত্রীর

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    কোর কমিটির বৈঠকে মধ্যমণি অনুব্রতই, বৈঠক চলাকালীন ফোন অনুব্রতকে ফোন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    অবশেষে বীরভূমের বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বোলপুর দলীয় কার্যালয়ে।
    রবিবার বোলপুরে কোর কমিটির এই বৈঠকে ৯ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন কোর কমিটির ৭ জন সদস্য। পূর্ব-নির্ধারিত কর্মসূচির জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সাংসদ শতাব্দি রায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
    এতিমের এই বৈঠকে সর্বপ্রথম এসে উপস্থিত হন কোর কমিটির চেয়ারপার্সন আশীষ ব্যানার্জি। পরে একে একে সকালে এসে উপস্থিত হন।
    প্রায় ৪০ মিনিট ধরে এই বৈঠক চলে। যেখানে দেখা যায় প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সভার মাঝে বসে রয়েছেন। এই বৈঠক চলাকালীনই অনুব্রতকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মুখ্যমন্ত্রী কোর কমিটির আগামী দিনের বৈঠক গুলি অনুব্রতকে ডাকার জন্য বলেন। কিন্তু অনুব্রত মুখ্যমন্ত্রীকে বলেন আমি না, আশিষ দা আছেন, আশীষদাই বৈঠক ডাকবেন।
    দীর্ঘদিন জেলা সভাপতি পদে আসীন ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল। রাজ্য নেতৃত্ব কোর কমিটিকেই প্রাধান্য দিয়ে জেলা সভাপতি পদটি এবার বাতিল করেছে। এ বিষয়ে অনুব্রত বলেন পদের জন্য আমার অম্বল হয়ে যাবে এরকম না, আমি ইচ্ছে করলে রাজ্যসভার সদস্য, মন্ত্রী হতে পারতাম, কিন্তু হইনি। পদ আমার কাছে বড় কথা নয়। মানুষের পাশে থাকাই আমার সবচেয়ে বড় কথা। মুখ্যমন্ত্রী আমাকে বৈঠক চলাকালীন ফোন করেছিলেন। আমাকে মিটিং ডাকার জন্য বলছিলেন, বলছিলেন তুমি মিটিং ডাকো, কিন্তু আমি বলেছি আশীষদা আছে উনিই মিটিং ডাকবেন। এটা যারা ছিল তারা সবাই শুনেছে, বলে জানান অনুব্রত মণ্ডল।
    চেয়ারপার্সন আসিস বন্দ্যোপাধ্যায় বলেন অনুব্রত মণ্ডল আগেই ঘোষণা করেছিলেন তিনটি মহকুমায় বড় মিছিল হবে। তাঁর ঘোষিত কর্মসূচিকে মান্যতা দিয়েছে কোর কমিটি। দলের মধ্যে আর কোন বিভাজন নেই। বৈঠকে সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত হবে, সেইমতোই জেলায় দল চলবে। সোশ্যাল মিডিয়ায় কোন তৃণমূল কর্মী যদি কোন নেতার বিরুদ্ধে বিদ্বেষ মূলক পোস্ট করে সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান তিনি।জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ জানান দলে কোন বিভাজন নেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দল চলবে। কোর কমিটির নেতৃত্বে আগামী নির্বাচনে জেলার ১১ টি আসনে জয়লাভ করবে তৃণমূল।