যুব কল্যাণ দপ্তর ও পৌরসভার রাখি বন্ধন উৎসব পালন

সেখ সামসুদ্দিন, ১৯ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি পৌরসভার সহযোগিতায় মেমারি চকদিঘী মোড়ের তারকেশ্বর বাস স্ট্যান্ডে ও মেমারি বামুনপাড়া মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মেমারি চকদিঘী মোড়ে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর সেখ ইউসুফ, মানসুরা বেগম, ডঃ চিরঞ্জীব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অপরদিকে মেমারি বামুনপাড়া মোড়ে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, কাউন্সিলর বাপি ব্যানার্জী, সোনালী বাগ, কাশ্মীরা খাতুন, রামকৃষ্ণ মুর্মু, বিলকিস বেগম, ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, পৌরসভার যুব কল্যাণ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুই জায়গাতেই পথ চলতি সাধারণ মানুষ, গাড়ি চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় এবং সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।