|
---|
লুতুব আলি : পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার ব্লকে ব্লকে ক্যাম্প করে পেট্রোল পাম্প গুলিতে প্রতিবাদ জানান। জামালপুরে ও পেট্রোল পাম্প গুলিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে এই ক্যাম্পগুলোতে তুলোধোনা করেন তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জামালপুরের প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন জামালপুরের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাজি। জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিকের অগ্রণী ভূমিকায় এই প্রতিবাদসহ সাফল্যমন্ডিত করে। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, জামালপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, শারুখ মল্লিক, উজ্জ্বল চক্রবর্তী, মিঠু পাল সহ অন্যান্য কর্মী সমর্থকরা।