বীরভূম জেলার তরুন ক্রিকেটার গোলাম মুস্তাফা দাঁড়ালেন দুস্থ মানুষের পাশে

আজিম সেখ,নতুন গতি,বীরভূম: কয়েক মাস আগেই অনুর্দ্ধ ১৯ বাংলা দলের হয়ে দুরন্ত বোলিং করে বাংলা সিনিয়ার দলে জায়গা করে নিয়েছিলেন বীরভূম জেলার তরুন ক্রিকেটার গোলাম মুস্তাফা। বীরভূম জেলা সংস্থার অন্যতম সদস্য শ্রী সুশান্ত ব্যানার্জীর হাত ধরেই তাঁর ময়দানে প্রবেশ। একপ্রকার গোলাম সুশান্ত বাবুর ঘরের ছেলের মত। গোলাম নিজেও গরীব পরিবার থেকেই বাংলা ক্রিকেটে উঠে এসেছে।

    দুদিন আগেই সিএবি প্রেসিডেন্ট শ্রী অভিষেক ডালমিয়া এবং সচিব শ্রী স্নেহাশিষ গাঙ্গুলী উদ্যোগ নিয়ে রনজি Runner Up হওয়ার পুরস্কারের টাকা বাংলা দলের সদস্যদের মধ্যে ভাগ করে দিয়েছেন সিএবি এর অর্থভান্ডার থেকেই। কারণ মহামারির সেই টাকা সিএবি এখনও বিসিসিআই এর থেকে পান নি।সেই পুরস্কারের টাকা পাওয়া মাত্র বাংলা দলের কণিষ্ঠ সদস্য গোলাম মোস্তাফা দাঁড়ালেন মানুষের পাশে।

    বীরভূম জেলার ৬০খানা গরীব পরিবারের কাছে পৌঁছে দিলেন খাদ্যসামগ্রী।প্রকৃত মানবিকতার পরিচয় দিলে তুমি। আজ ভারতবর্ষের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ করোনায় আক্রান্ত। ভবিষ্যতে এই মহামারি কোথায় গিয়ে থামবে কেউ জানে না। মানুষকেই মানুষের পাশে থাকতে হবে। সেই বার্তাই দিল গোলাম।