|
---|
নতুন গতি: ইচ্ছে থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। জম্মুর 21 বছর বয়সী তরুণ দানিস লাঙ্গার তার উজ্জ্বল উদাহরণ। এক সময় তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন , তার মনের ইচ্ছে ছিল সেনাবাহিনীতে চাকরি করবে। অবশেষে সব প্রতিকূলতা কে হারিয়ে দিয়ে সেনাবাহিনীর চাকরির পরীক্ষায় পাশ করেছে সে।
2017 সালে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে সে, এরপর প্লাজমা থেরাপির মাধ্যমে তার চিকিৎসা শুরু হয়। অবশেষে সব প্রতিকুলতাকে হারিয়ে দিয়ে সেনাবাহিনীর চাকরির পরীক্ষায় পাশ করেছে সে। একসময় তার পাড়া-প্রতিবেশী , এমনকি নিজের বাড়ির লোক তার চাকরির ব্যাপারে আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু নিজের লক্ষ্যকে স্থির রেখে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তরুণ।