|
---|
দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত ব্লক খালওয়া থানার অন্তর্গত পটাজন অঞ্চলে এক সাধুকে মারধর ও তাঁর জটা কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। সেই অভিযুক্ত ব্যক্তি প্রবীর গৌরকে আটক করেছে পুলিশ। যদিও এর পিছনে কি কারন তা এখনো জানা যায়নি।
জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট বিবেক সিংয়ের বক্তব্য ওই সাধুকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে এবং এই ঘটনার যাতে যথোপযুক্ত তদন্ত হয়, পুলিশ সেই চেষ্টা করবে।