|
---|
ময়নাগুড়ি, ২৩ নভেম্বর : সন্ধ্যা রাত, ফাঁকা রাস্তা। আচমকা এক যুবতির হাত থেকে মোবাইল নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লো এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটানটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ভাঙ্গারহাট এলাকায়। ইতিমধ্যেই ওই যুবককে আটক করে ময়নাগুড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবতির পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করা হয় এদিন রাতে।
জানা গেছে, ভাঙ্গারহাট এলাকার এক যুবতী সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ মোবাইলের আলো জ্বালিয়ে রাস্তা দিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। সেই সময় একটি বাইকে করে দুই যুবক আচমকা হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এই অবস্থায় যুবতী চিৎকার করলে স্থানীয়রা এসে গাড়ি সহ দুই যুবককে ধরে ফেলতে সক্ষম হন। কিন্তূ একজনকে আটক করা সম্ভব হলেও অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে জান। এই ঘটনায় যুবতির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা করেন। রীতিমতো এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।