|
---|
মালদা, ২৫ নভেম্বর: বাড়ির চাটাইয়ের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই কাকাকে বাঁচাতে এসে প্রতিবেশী দুষ্কৃতীর হামলায় আক্রান্ত হলো ভাইপো। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার উত্তর বালুপুর এলাকায়। আহতকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় হামলাকারী ভাদো মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রকি ঘোষ (২৭)। এদিন সকালে দুই ভাই শৈতন ঘোষ ও রৈতন ঘোষ বাড়িতে বেড়া দিবে বলে বাড়ির সামনে রাস্তায় বাঁশ ফাটিয়েছিল। সেই সময় প্রতিবেশী ভাদো মন্ডল বলেন রাস্তায় বাঁশ ছেলা যাবে না । এই নিয়ে তাদের তর্ক-বিতর্ক চলে। তখন ভাইপো রকি ঘোষ বয়স এর প্রতিবাদ করে। সেই সময় প্রতিবেশী ভাদো মন্ডলের হাসুয়ার আঘাতে জখম হয় যুবক। এই বিষয়ে অভিযুক্ত ভাদো মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায় ।