কলকাতা 78 ওয়ার্ডে র দুঃস্থ পরিবারদের খাদ্যসামগ্রী দিলেন যুব নেতা শেখ নাঈম উদ্দীন

সাজ্জাদ হাসান: বতর্মান পরিস্থিতিতে আমাদের মতো সাধারণ মানুষ কর্মহীন, অসহায় হয়ে পড়েছে। দুবেলা দুমুঠো অন্নের জন‍্য মানুষের মধ‍্যে আর্তনাদ ও হাহাকার দেখা দিয়েছে। এই সমস্ত হাহাকার কারী মানুষের কথা ভেবে,যে মানুষরা নিজের গাঁটের কড়ি খরচ করে, অসহায় মানুষ গুলোর সহায় হয়ে এবং হাহাকার কারী মানুষ গুলির মাসীহা হয়ে এই সমাজের জন‍্য নিজেকে উজাড় করে দিচ্ছেন, তাঁদের মধ্যে অন্য তম হলেন বন্দর বিধানসভার বিধায়ক ফিরহাদ হাকিম সাহেবের স্নেহধন্য ও উন্নয়নের সেনাপতি এবং দক্ষিণ কলকাতার যুবত‍ৃণমূলের সহ সভাপতি ও 78 নং ওয়ার্ডের একজন কর্মবীর সমাজসেবক জনাব শেখ নঈমউদ্দিন, একাধারে তিনি আবার বাংলার একজন তরুণ নক্ষত্র আবার তিনি সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা, প্রানশক্তি, এই করনাকালে কখনও তিনি ফ্রিতে অক্সিজেন বিলি আবার কখনও মানুষের জন‍্য ফ্রিতে পানীয় জলের ব‍্যবস্থা করেছেন।

    কন্যাদায়গ্রস্ত পিতা র পাশে থেকেছেন , মন্দির,মসজিদ মাদ্রাসা তে তাঁর সাহায্যের হাত আছে, আবার ইয়াস বিদ্ধস্ত গোটা সুন্দরবন এলাকায় ত্রাণ ও রেশন বিলি করে সমস্ত সুন্দরবনবাসীর মনের মনিকোঠার জায়গা করে নিয়েছেন, তিনি একজন স্বতন্ত্র ধূবতারা হিসাবে নিজের স্থান করে নিয়েছেন। আজ তিনি 78 নং ওয়ার্ডে এক মহতী রেশনবিলি কর্মসূচির মাধ্যমে নিজের মহত্বের প্রকাশ ঘটিয়েছেন। এবার ও প্রায় এক হাজার পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দিয়েছেন মোট ,দুই বারে 2000 পরিবার কে সাহায্যর হাত বাড়িয়েছেন,চাল,ডাল, সরষের তেল, সয়াবিন,আটা, ময়দা, মুড়ি, আলু, পিঁয়াজ সহ অন্যান্য সামগ্রী, সুন্দর হ্নদয় এবং সদিচ্ছা থাকলে যে অনেক কিছুই করা যায় তা আরও একবার প্রমাণ করলেন, প্রেরণা ও প্রানশক্তি নন, আপনি সাধারণ মানুষের একগুচ্ছ স্বপ্নরাশি। আগামীতে এই স্বপ্ন সারা বাংলার মানুষ আপনার চোখ দিয়ে দেখব। এই মহান কাজের জন‍্য আজ আপনার সাথে সারা বাংলা আপনার পাশে থাকবে। এই রেশন বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার যুব তৃণমূল নেতা শেখ নইমুদ্দিন, যুব নেতা ইয়াসির হায়দার, 78 নম্বর ওয়ার্ডের কো-অডিনেটর নিজামুদ্দিন শামস, 77 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শামীমা রেহান খান, সমাজসেবী সরফুদ্দিন সমাজসেবী আসলাম খান, বাইতুল্লাহ মন্ডল , গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আয়াশ, আব্দুল মুনিম, আব্দুল গাফফার, হাজী মোঃ আরিফ সহ এলাকার বিশিষ্টজনেরা, আগামীতে আরো বড় সেবামূলক কাজ করার পরিকল্পনা আছে বিশিষ্ট সমাজসেবী শেখ নইমুদ্দীন সাহেবের।