এক অনন্য সৌভাত্তৃতের নজির সৃষ্টি করলেন যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সারা রাজ্যের সাথে ডায়মন্ড হারবার জুড়ে ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে ২০২২ এর শারদীয়া দুর্গা উৎসব। কথিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশ এখন আনন্দমুখর। আর এই বোধন এর মাধ্যমেই দেবী দুর্গার নিন্দ্রা ভাঙার জন্য বন্দনা করা হয়। তাই মাঝে ডায়মন্ড হারবারে এক অনন্য সৌভাতৃত্রের নজির সৃষ্টি করলেন ২নম্বর ব্লকের যুব সভাপতি তথা বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন তার নিজস্ব অর্থায়নে করাইবেরিয়া আমরা সবাই দূর্গাউৎসব কমিটির মধ্যে দূর্গা প্রতিমা প্রদান করলেন।পাশাপাশি প্রদীপ উজ্জলন ও ফিতে কেটে আমরা সবাই সার্বজনীন দূর্গাপূজা মন্ডপের‌ দারোদ্বঘাটন করলেন, সঙ্গে ছিলেন ২নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমানিক,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি সহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গ। যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন এদিন সন্ধ্যায় বলেন বিশ্বে নারী শক্তি হল একমাত্র শক্তি তাই অশুভ শক্তির বিনাশ করতে সকল কে দূর্গা দেবীর কাছে প্রার্থনা করতে বলেন। তিনি আরো বলেন বিগত দুই বছর সেইসময় দেশে অতিমারী করোনার কারনে সরকারি নির্দেশ কোন অনুষ্ঠানের আয়োজন করা নিষেধ ছিল।সেই মতো
এবছর অবস্থা কিছুটা হলেও অনেকটা স্বাভাবিক হওয়ায় এবছর দেবীপক্ষে মা দূর্গার আরাধনায় ব্রতী হয়েছে। তবে সরকারি সমস্ত নিয়ম মেনেই উৎসবের দিনগুল পালন করা এবং জনসাধারণের কাছে আহ্বান জানান তারাও যেন সমস্ত নিয়ম মেনে চলেন,কারন করোনা বিদায় নিলেও নতূন করে ডেঙ্গু নামক আর একটি ভাইরাস দেখা দিয়েছে।সেই কারনেই সকলকে সাবধনতা অবলম্বন করার আহ্বান জানান। বলা বাহুল্য যে বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে ফের বাড়তে পারে করোনা সচেতনতা বিধি নিয়ে ভালই প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পূষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় আমরা সবাই দূর্গা পূজা উৎসব কমিটির পক্ষ থেকে।